নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে ঈমান তফাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।জেলার টংঙ্গীবাড়ী উপজেলার হাসাইল-বানারী ইউনিয়নের আটিগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত কৃষক ঈমান আটিগাঁও গ্রামের কালাচান তফাদারের ছেলে।নিহতের স্বজনরা জানান,ভোরে বৃষ্টি শুরু হলে কৃষক ঈমান নিজের আলু গোলা দেখভাল করতে ঘর থেকে বের হন।এসময় বজ্রপাতে গুরুতর আহত হন।স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই কৃষককে মৃত ঘোষণা করেন।টংঙ্গীবাড়ী থানার ওসি মোল্লা সোহেব আলী এর সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান,ভোরে আটিগাঁও গ্রামে বজ্রপাতে কৃষক ঈমান তফাদার মারা যান।