উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলা ঐতিহ্যবাহী উজিরপুর সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মোঃ মাহফুজুর রহমান মাসুম।সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭:৩০ মিনিটে সংগঠনের সভাপতি আঃ রহিম সরদার এর সভাপতিত্বে এক জরুরি বিশেষ সভায় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চু স্বেচ্ছায় অব্যাহতি চাইলে, সংগঠনের ক্রীড়া সম্পাদক সুদেব কুমার মন্ডল প্রতিষ্ঠানের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুমে কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন, উক্ত প্রস্তাব সর্বসম্মতিক ক্রমে গৃহীত হলে তিনি ভারপ্রাপ্ত নির্বাচিত হন।পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।