1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ মুন্সিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন: গ্রামবাসীর ধাওয়া, ২ লাখ টাকা জরিমানা নেছারাবাদে ইয়াবা সেবন: কিশোরকে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ড ঝালকাঠিতে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার গজারিয়া শীর্ষ সন্ত্রাসী স্যুটার মান্নান প্রতিপক্ষের গুলিতে নিহত গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান এর স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

পিরোজপুরে চেয়াম্যান প্রার্থী সহ ৩ জনকে বিএনপি থেকে বহিস্কার

  • প্রকাশিত: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থী সহ ৩ জনকে বিএনপি ও তার সহযোগী সংগঠন থেকে বহিস্কার করেছেন দলটি। উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া ও প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাদের বহিস্কার করা হয়েছে।বহিস্কৃতরা হলেন- জেলার ইন্দুরকানী উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও জেলার নাজিরপুর উপজেলার দুই যুবদল নেতা।

দলীয় একাধীক সূত্রে জানা গেছে, জেলার ইন্দুরকানী উপজেলার চেয়াম্যান প্রার্থী মো. ফায়জুল কবির তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।তিনি ওই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য যুগ্ম মহাসচীব এ্যাডভোকেট রহুল কবির তালুকদার রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় তিনি দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।তাই তাকে দলীয় প্রাথমিক পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। এ ছাড়া জেলার নাজিরপুর উপজেলা যুবদলের সহ ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন খান এবং ওই উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম মৃধা এ দুই জনকে দলীয় সকল পদ থেকে স্থানীভাবে বহিস্কার করেছেন দলটি।দলের পিরোজপুর জেলার দাপ্তরিক দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এ ব্যাপারে উপজেলা যুবদল নেতা জাকির হোসেন বলেন, তিনি কোথাও কোন প্রার্থীর পক্ষে প্রচারনা বা কাজ করেন নি।তাকে হেয় প্রতিপন্ন করতে কারো দেয়া মিথ্যা তথ্যে দল এমনটি করেছে।তবে যুবদল নেতা ফাহিম মৃধার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায় নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓