জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:
চলমান তীব্র তাপদাহের পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বস্তির বৃষ্টি বর্ষিত হয়।সোমবার (৬ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রথম মৃদু হাওয়া এবং বৃষ্টি বর্ষণ হয়।যদি ও স্বল্প সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায়।প্রখর রোদ এবং অতিরিক্ত তাপমাত্রায় অতিষ্ঠ জনজীবনে থেমে থেমে আসা বৃষ্টি এবং শীতল হাওয়া পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি করে আনন্দের সঞ্চার।হঠাৎ বৃষ্টিতে চারিদিকে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় এবং কেউ কেউ স্থির দাঁড়িয়ে উপভোগ করতে থাকে বৃষ্টি বিলাশ।
বৃষ্টির ফলে মুহূর্তেই স্বস্তির নিশ্বাস অনুভব হয় এবং বিলীন হয়ে যায় অস্বস্তিকর সেই হাওয়া।এসি,বিদ্যুৎসহ পাওয়া না পাওয়ার আক্ষেপগুলো কিছু সময়ের জন্য হলেও ভুলে যায় পবিপ্রবিয়ানরা।প্রসঙ্গত,তীব্র গরম এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে শিক্ষার্থীরা ক্রমাগত অসুস্থ হওয়ার ফলে গত ২ মে থেকে ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম অনলাইনে চলমান ছিল।আজ ৬ মে থেকে পুনরায় ক্লাস কার্যক্রম সশরীরে শুরু হয়।