মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে এক পরিবারের ৭ জনসহ মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ বিভিন্ন মামলার ৯ কে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার এসআই সুমন মিয়াসহ পুলিশের ১০-১২ জনের একটি টিম নিয়ে উপজেলার ছনধরা ও বাঁশাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলেন মনি মিয়ার স্ত্রী খাদিজা, আশরাফ আলী, আশরাফ আলীর স্ত্রী সুর্যি বেগম, তার ৩ পুত্র মনোহর, হুমায়ুন ও মনির উদ্দিন, ১ কন্যা সাজেদা, মনোহরের স্ত্রী কাকলী ও হাছেন আলীর পুত্র জাহাঙ্গীর আলম।এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে রবিবার (১২ মে) দুপুরে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।