নাসিম উদ্দীন ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা।সোমবার(১৪ মে) দুপুরে ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ইউ জিডিপি এর আওতায় ও জায়কা’র ঋণ সহায়তায় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনী করা হয়।অতিথিদের অভ্যর্থনা ও উদ্বোধনী কার্যক্রম শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার শুভেচ্ছা বক্তব্য দেন।ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহসীন আল মুরাদ , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা উত্তম কুমার ও সুকর্মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান শেখ সোহানা প্রমুখ বক্তব্য রাখেন।