নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে ‘শুভেচ্ছা’ বরিশাল-ব ০৫-০০৮১ নামে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (৯ জুন) সকালে নেছারাবাদ বরিশাল আঞ্চলিক মহাসড়কের কুনিয়ারি বেইলি ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো: সাকিল (২৬), মো: সাইফুল (৩৭)।সাকিল ওই গ্রামের মো: সহিদুল ইসলামের ছেলে।এছাড়া সাইফুল একই গ্রামের ফজলুল করিমের ছেলে।সাকিল ও সাইফুল মটরসাইকেল করে বরিশালের উদ্দেশে যাচ্ছিল।তারা কুনিয়ারি বেইলি ব্রীজের উপর উঠলে সামনে থেকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস স্বজোড়ে ধাক্কা দিয়ে মটরসাইকেল সহ তাদের পিসে দেয়।পুলিশ বাসের ড্রাইভারকে আটক করে বাসটি জব্দ করেছে।নেছারাবাদ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মো: শাহারুখ মল্লিক জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই দুইজনের মৃত্যু হয়েছে।নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মো: পনির খান জানান, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।ঘাতক বাসটি জব্দ সহ ড্রাইভারকে আটক করা হয়েছে।