1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কবিতা

  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

একটি গাছে দুটি পাখি
কবিঃ-জেসমিন জাহান নিপা

নিজস্ব প্রতিবেদক
একটি গাছে দুটি পাখি
বেঁধে ছিলো বাসা
প্রবল ঝড়ে ভেঙ্গে দিলো
পাখি দুটির আশা।।

বাঁধন হারা পাখি দুটি
কিচিরমিচির ডাকে
বেদনা নীলাভ রঙে উপছে
পড়ে বকুল শাখে।।

হরেক রকম পাখির মাঝে
একটি পাখি কেনা
বসন্ত এলে ফোঁটে যেমন
টগর ,হাসনা -হেনা।।

ধুঁকে ধুঁকে কষ্ট নিয়ে
অবুঝ দুটি মনে
প্রতিটি দিন যাচ্ছে যেনো
বিরহের ও সনে।।

দুটি প্রাণ দু’দেশেতে ছট
পটিয়ে যে মরে
বিনি সুতার মালা খানি
যায় না রাখা ধরে।।

বিনা মেঘে বর্ষন হয়ে
পাখিরা নীড় হারা
হৃদয় হীন মানুষ রূপে
নির্দোয় হলো তারা।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓