কামরুল ইসলাম খান ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের তারাকান্দায় ২০ পিস ইয়াবাসহ মনির হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (১২ জুন) ভোরে উপজেলার শিকারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।সে উপজেলার বালিখা ইউনিয়নের শিকারপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র।এ ব্যাপারে তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী বলেন, মনির হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে নিয়মিত মামলা দিয়ে আজ সকালে তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।