নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়তে চান তরুণ ও উদীয়মান সমাজকর্মী উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি চঞ্চল সরদার।তিনি শোলক ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান ডাক্তার সরদার আব্দুল হালিমের পুত্র।বর্তমানে তার পিতা চেয়ারম্যান কিছুটা শারীরিক অসুস্থতার কারণে বাবার সাথে ছুটে চলছেন ইউনিয়নের প্রত্যেকটি জনগণ দুয়ারে।একই সাথে তিনি তার নিজ অর্থায়নে ইউনিয়নের রাস্তাঘাট সহ জন দুর্ভোগ লাঘবের চেষ্টা করেন।তিনি শিক্ষাঅনুরাগী হওয়ার কারণে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয় এই উদীয়মান সমাজকর্মী সাংবাদিকদের কে বলেন, আমি লেখাপড়া শেষ করে কোন চাকরি নাই। জনস্বার্থে বাবার ওষুধের ব্যবসায় জড়িয়ে জীবিকা নির্বাহ করি একই সাথে এলাকায় থেকেই জনগণের সেবা করে থাকি। এমন কি অত্র ইউনিয়নের জনগণের সেবার ব্রত নিয়ে ছোটবেলা থেকে কাজ করে আসছি।শোলক গ্রামের আবু বক্কর সিদ্দিক বাদল ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম সরদার বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চঞ্চলদের মতো তরুণদের নির্বাচনে আসা উচিত তাহলে ইউনিয়নের পরিবর্তন ও উন্নয়ন হবে।চঞ্চল বলেন পারিবারিক জনসেবা ধরে রাখতেই আগামী নির্বাচনে দল-মত নির্বিশেষে শোলক ইউনিয়নের জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই আমি চেয়ারম্যানের প্রার্থী হতে চাই। একটি আধুনিক ইউনিয়ন ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করতে সকলের সহযোগিতা চাই।