জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) এর নতুন উপদেষ্টা সহযোগী অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান।বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় পবিপ্রবিসাসের দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বুধবার (৮ আগস্ট) পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান স্বাক্ষরিত অফিস আদেশে ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের ড. মো. জিল্লুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।পবিপ্রবি সাংবাদিক সমিতির গঠনতন্ত্র -৯(২) অনুযায়ী পদাধিকারবলে ড. মো. জিল্লুর রহমান পবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলো এবং পবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ড. মো. জিল্লুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হলো। একইসাথে সাথে প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খান-কে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হলো।