1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত: আহসান সভাপতি দ্বীন মোহাম্মদ সাধারণ সম্পাদক ও লিয়াকত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আমরা জীবন দিয়ে হলেও আক্বীদা ও আদর্শের ব্যাপরে কখনো আপোষ করবো না—- ছারছীনার পীর ছাহেব ‎পিরোজপুরে আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যু ‎ রাত পোহালেই কাউখালী উপজেলা বিএনপির সম্মেলন: উচ্ছোষিত নেতাকর্মীরা যাদের হাতে নিজের দলের কর্মী নিরাপদ নয়! তাদের হাতে দেশের ১৮ কোটি মানুষ কিভাবে নিরাপদে থাকবে ——মাসুদ সাঈদী তারাকান্দার সুফিয়া ধর্ষণ ও হত্যা মামলায় কথিত প্রেমিক রোহান গ্রেফতার রাজাপুরে বিদ্যালয় সভাপতির বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন ও ঝাড়ু মিছিল ১৬ বছর পর আগামীকাল মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন কাউখালীর বেকারিতে অনুমোদনহীন খাদ্য তৈরি : কারখানা বন্ধের নির্দেশ  কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শাহরাস্তিতে বন্যায় সাড়ে ৬ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গত ১০ দিনের বন্যার পানিতে সাড়ে ৪ হাজার কৃষকের ৩৪১ হেক্টর জমির রোপা আউশসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। একই সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমনের বীজতলা। লক্ষ্যমাত্রা ব্যহত হতে পারে আমন আবাদের ক্ষেত্রে। এতে কৃষকদের ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতির আশঙ্কা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।গত কয়েকদিন শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর, সূচিপাড়া দক্ষিণ, রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এবং আশপাশের এলাকা ঘুরে ক্ষতির সম্মুখিন ফসলের জমিগুলো চোখে পড়ে। এসব এলাকায় বড় বড় মাঠ জুড়ে রয়েছে রোপা আউশ। তবে অধিকাংশই পানির নীচে তলিয়ে।উপজেলা কৃষি বিভাগ থেকে জানাগেছে, বন্যায় উপজেলার ১২৯ হেক্টর জমির রোপা আউশ, বীজতলা ২০ হেক্টর, আবাদকৃত আমন ১৩৩ হেক্টর ও শাক সব্জি ৫৯ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৪ হাজার ৩৪১ জন।শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়নের সীমান্ত এলাকা উনকিলা গ্রামের এক কৃষক জানান, আমার ১ একর জমিতে আউশের আবাদ আছে। ধান কর্তনের সময় হয়েছে। কিন্তু এখন সবই শেষ। বসতঘর ও রাস্তায় পানি। আমাদের এই ক্ষতির কি হবে বলতে পারছি না।একই এলাকার আরেক কৃষক বলেন, এবছর তিনিও ১ একেরর অধিক জমিতে রোপা আউশ আবাদ করেছেন। তার জমিগুলোও এখন পানিতে তলিয়ে। গাছের চিহ্নও দেখা যায় না। ঋণ করে টাকা নিয়ে জমিতে বিনিয়োগ করেছেন। এখন তিনি অনেকটা দিশেহারা।শহীদ নামে আরেক কৃষক বলেন, ১৯৮৮ ও ২০০৪ সালে বন্যা হয়েছে,কিন্তু এ ধরণের হয়নি। এবারের বন্যায় আমাদের ফসলসহ সব ধরণের ক্ষতি হয়েছে। বসতঘর, রাস্তা ও ফসল সবকিছু শেষ। বহু কৃষকের ধান পচেগেছে। অনেকেই পানির নীচ থেকে ধান কেটেছেন। কিন্তু ধান খুবই কম। সব মাটিতে পড়েগেছে।সূচিপাড়া উত্তর ইউনিয়নের দইকামতা গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, তাদের এলাকার সব ফসলি জমি পানিতে তলিয়ে আছে গত ১০দিন। পানির উচ্চতা প্রায় ৫ ফুট। ফসলের এই ধরণের ক্ষতি গত এক দশকেও হয়নি। আউশ কেউ কাটতে পারেনি। আমনের বীজতলা পানির নীচে। শাকসবজি কিছু অবশিষ্ট নেই। ব্যাপক ক্ষতির সম্মুখীন এলাকার কৃষক।শাহরাস্তি উপজেলা কৃষি কর্মকর্তা আয়শা আক্তার বলেন, গত প্রায় ১০ দিনে উপজেলার বন্যা কবলিত ইউনিয়নের মাঠ জরিপে আমরা ক্ষতিগ্রস্ত সাড়ে ৪ হাজার কৃষকের তথ্য পেয়েছি। রোপা আউশসহ বিভিন্ন ফসলে ৬ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার প্রাথমিক ক্ষতির আশঙ্কা করছি। আমরা এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাব। একই সাথে তাদেরকে আগামীতে প্রণোদনার আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓