1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে পুরাতন জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন গজারিয়া বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকান্ড কাউখালীতে গৃহবধূকে যৌন হয়রানির দায়ে অটোচালককে তিন মাসের কারাদণ্ড গজারিয়া ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কে সংবর্ধনা গজারিয়া পুনরায় সংবাদ সম্মেলন করে নিজের ভুল স্বীকার গজারিয়া বৃক্ষ রোপণ ও কেক কেটে সভ্যতার আলো’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা দি-পিরোজপুর আরবান কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন পিরোজপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত ‎পিরোজপুরে সদর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে সভা অনুষ্ঠিত ‎

দুর্নীতিবাজ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:

দুর্নীতির ও অনিয়মের সাথে জড়িত থাকার অভিযোগে পিরোজপুর মঠবাড়িয়া উপজেলাধীন তাফালবাড়িয়া হাসানিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিবুল্লাহ এর অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী অভিভাবক ও সুশীলগন। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে মহিবুল্লাহ এর দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন। মানববন্ধনে শিক্ষক ও কর্মচারী ছাড়াও স্থানীয়রা অংশ নেয়।এ সময় বক্তারা বলেন, মহিবুল্লাহ অবৈধ ভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ইচ্ছেমত স্বেচ্ছাচারি হিসেবে মাদ্রাসা পরিচালনা করছেন। এছাড়া তিনি মাদ্রাসা থেকে সকল অর্থ আত্মসাৎ করেছেন। মাদ্রাসার নিয়োগ ছাড়াও অন্যান্য সকল কার্যক্রম তিনি দুর্নীতির আশ্রয় নিয়ে সম্পন্ন করেন। এছাড়াও তিনি বিগত হাসিনা সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে শিক্ষকদের উপর বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার করেছেন।তাই মহিবুল্লাহ দায়িত্বে থাকলে মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি পাঠদান মারাত্মকভাবে বিঘœ হয়। এজন্য বক্তারা ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে মোঃ মহিবুল্লাহ কে অপসারণের দাবি জানান। এছাড়াও তার সকল অপকর্ম সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনারও দাবি তাদের। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে বলেন জেলার বাইরে আছি পরে কথা হবে ।মাদ্রাসার অধ্যক্ষ শিক্ষক দ্বন্দ্ব এবং জমি দাতাদের মনোমালিন্যের কারণে থেমে আছে নতুন ভবনের কাজ। বন্ধ হয়ে আছে মাদ্রাসার পাঠদান। পুরনো ভবন ঝুঁকিপূর্ণ হওয়াতে বন্ধ সকল পাঠদান। এলাকাবাসী ও সুশীল সমাজ দাবি করেন শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে নতুন ভবনের কাজ বন্ধ হয়ে আছে। ভবন না থাকা দীর্ঘদিন এই মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓