নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি :
আওয়ামীলীগ সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া আমার দেশ পত্রিকার ছাপা খানা খুলে দিতে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলায় কর্তব্যরত স্থানীয় সংবাদকর্মী ও প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সকালে জেলার নাজিরপুরে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আওয়ামীলীগ গত সাড়ে ১৫ বছরের শাসন আমলে দেশের গনতন্ত্র হত্যা করে দেশে এক নায়ক তন্ত্র কায়েম করেছে। এর আগেও তার পিতাও এমনটি করেছিলেন। এটা তাদের মজ্জাগত দোষ। আর এ জন্য তারা দেশের সকল পত্রিকাগুলোকে নিয়ন্ত্রন করতে চেষ্টা করে। যাদের নিয়ন্ত্রনে আনতে পারে না তাদের বিভিন্ন ভাবে ক্ষতি করে।জেলার নাজিরপুর উপজেলা পরিষদের সামনে প্রেসক্লাবের সভাপতি কেএম সাঈদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন মহিলা দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পদক এলিজা জামান, নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, সমকাল প্রতিনিধি মুহাম্মদ তাওহিদুল ইসলাম প্রমুখ।