অনলাইন ডেস্ক :
একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।পৃথক পৃথক মামলায় তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে রমনা থানার হত্যা মামলায় রিমান্ডের আবেদন করা হয়। আর ভাসানটেক থানার হত্যা মামলার শ্যামল দত্তেরও ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।