পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা জিয়া মঞ্চের গোলাম আজমকে আহ্বায়ক, মোঃ আরিফুর রহমান রুবেলকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শেখ আব্দুর রহমানকে সদস্য সচিব করে ৩৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিন করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবাল এর নির্দেশক্রমে এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন।উল্লেখ্য, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়ে আগামি ৯০ দিনের মধ্যে জেলার সব উপজেলা ও পৌর কমিটি জেলা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম-আহ্বায়কের যৌথ স্বাক্ষরে কমিটি অনুমোদন দিয়ে জিয়া মঞ্চ কেন্দ্রীয় দপ্তরে প্রেরনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।