নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আজ বিক্ষোভ সমাবেশ করেছে ভেড়ামারা ওলামা পরিষদ নেতৃবৃন্দ এবং মুসলিম জনতা। সোমবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসরের সময় এই বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ মুসলিম জনগণ এবং ওলামা পরিষদের নেতৃবৃন্দ স্লোগান একটাই ছিল আমাদের প্রিয়নবীর অপমান সইবো না রে সইবো না। বলা বাহুল্য এই যে আমাদের প্রিয় নবী মায়ার নবী দয়ার নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন ভারতের পন্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নিতিস রানের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন ওলামা পরিষদ এবং সর্বস্তরের মুসলিম জনগণ।এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের মুসলিম জনগণ সোচ্চার হয়ে এই বিক্ষোভ ও সমাবেশ করেন। তাদের একটাই দাবি যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়া সাল্লাম কে কটুক্তি জনক কথা বলেছে এবং অপমানজনক কথা বলেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। এ সময়ে বক্তব্য রাখেন আলেম ওলাম এবং সর্বস্তরের মুসলিম জনগণ।বলা হয়েছে যে ভেড়ামারা উপজেলার বিভিন্ন মসজিদ থেকে অনেক মুসলিম জনগণ এসে ভেড়ামারা বাস স্ট্যান্ডের সমবেত হয় এবং চৈতন মোড় থেকে (ভেড়ামারা জিরো পয়েন্ট) থেকে সমাবেশ করে আবার ভেড়ামারা বাস স্ট্যান্ডে এসে সমবেত হয় এবং প্রত্যেকের একটাই দাবি ছিল যে আমাদের প্রিয় নবীর অপমান সইবো না রে সইবো না এবং সর্বস্তরের মুসলিম জনগণ। সবার একটাই দাবি যে পন্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নিতীশ রানের উপযুক্ত শাস্তির দাবি জানান ভেড়ামারা মুসলিম জনগণ।