1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায়ক দুলালকে বহিস্কার করায় নেতা-কর্মিদের ক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহবায় রুহুল আমিন দুলালকে দল থেকে বহিস্কার করায় সর্বাস্তরের নেতা-কর্মিদের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। তাকে বহিস্কার করায় চেইন অব কমান্ড ভেঙে যাওয়ায় উপজেলা বিএনপি ৩ টি ভাগে বিভক্ত হয়ে দলীয় কার্যাক্রম পরিচালনা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পৌছে দিতে দলীয় নেতৃবৃন্দ অব্যাহত সভা সমাবেশ করছেন। ওই সকল সভা-সমাবেশে সঠিক তদন্তের মাধ্যম্যে রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে জোর আবেদন জানান।দলীয় সূত্রে জানা যায়, রুহুল আমিন দুলাল অত্যন্ত নিষ্ঠার সাথে উপজেলা ছাত্রদলের সভাপতি, যুবদলের সাধারণ সম্পাদক, বিএনপি‘র দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও আহবায়ক এর দায়িত্ব পালন করেছেন। দলীয় মনোনয়ন পেয়ে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীও হয়েছিলেন। এদিকে দলের মধ্যে ঘাপটি মেরে থাকা আ.লীগের সাথে আতাত করা একটি গ্রæপ দীর্ঘ দিন ধরে রুহুল আমিন দুলালের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। গত ৫ আগস্ট‘২৪ হাসিনা সরকারের পতনের পর-পরই তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ ছাপিয়ে দলীয় হাইকমান্ডের কাছে দরখস্ত করেন। এবং তাদেরকে ভুল বুঝিয়ে দুলালকে বহিষ্কার করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করে।বড় মাছুয়া ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক মীর মনিরুদ্দিন সগীর বলেন, এক কথায় রুহুল আমিন দুলালকে ছাড়া মঠবাড়িয়া বিএনপি অচল। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার বাইরে দলটির নেতা-কর্মি ও সমর্থকদের তিনিই দেখে-শুনে রেখেছেন।দাউদখালী ইউনয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান বলেন, ছাত্র জীবন থেকে রুহুল আমিন দুলাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাতীয়তাবাদের রাজণীতি করে আসছেন। দলের জন্য তার অনেক ত্যাগ রয়েছে। স্থানীয় রাজণীতিতে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের মধ্যে লুকিয়ে থাকা আ.লীগের দালালরা ষড়যন্ত্র করেছে।মিরুখালী ইউনয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল লতীফ হাওলাদার বলেন, রুহুল আমিন দুলাল রাজণীতি জীবনে অগনিত মামলা-হামলার শিকার হয়েছেন। তাকে বাদ দিলে মঠবাড়িয়া বিএনপি থাকে না।উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম বাবুল বলেন, রুহুল আমিন দুলাল ছাত্র জীবন থেকে বিএনপির আদর্শে রাজণীতি করে আসছেন। গত ১৭ বছরে মামলা-হামলার শীকার হয়েছে তিনি নেতা কর্মিদের আগলে রেখেছেন। তিনি সঠিক তদন্তের মাধ্যম্যে রুহুল আমিন দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জোর আবেদন জানান।উল্লেখ্য-গত ১২ সেপ্টেম্বর‘২৪ কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী দলীয় পদ থেকে রুহুল আমিন দুলালকে বহিস্কার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓