মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর যুবদল নেতা আবু মাস্টার ও তার ভাই কামাল হোসেনের বিরুদ্ধে দোকান ঘর দখলের অভিযোগ এনে অপপ্রচার চালচ্ছেন স্থানীয় একটি পরিবার।এ ঘটনায় কাউকে বিভ্রান্তি না হবার আহŸান জানিয়ে রোববার (২০ অক্টোবর) দুপুরে পৌর শহরের ৩ নং ওয়ার্ডের একটি ভবনে সংবাদ সম্মেলন করেন। কামাল হোসেন ও আবু মাস্টার ওই এলাকার বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে। আবু মাস্টার মঠবাড়িয়া পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামাল হোসেন জানান, মঠবাড়িয়া পৌরসভাস্থ দক্ষিন মিঠাখালী ০৩নং ওয়ার্ডে মৌজা- দক্ষিন মিঠাখালী জেএল নং-৩৭, এস এ খতিয়ান নং-৯১৬, এসএ দাগ- ৩৪,৩৫ এ আমাদের রেকডীয় ২ একর ৬২ শতাংশ জমি। আমাদের ওয়ারিশদের নিকট থেকে একাধিক হাত বদল হয়ে ওই জমি থেকে প্রবাসি মামুনের বাবা ১৩.২৫ শতাংশ জমি ক্রয় করে ভোগ দখল করেন। ওই পৈত্রিক সম্পত্তিতে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর প্রভাব খাঁটি তার ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোর পূর্বক দখল করে নেন। গত ০৫ আগস্ট‘২৪ সরকার পতনের পর তার পৈত্রিক সম্পত্তি অবৈধ দখল মুক্ত করা হয়। এটা নিয়ে প্রবাসি মামুনের হোসেনের স্ত্রী কানিজ ফাতিমা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের নামে মিথ্যাচার করেছেন।এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মো. হানিফ হাওলাদার, রুস্তুম আলী খান, বাদশা মিয়া চৌকিদার, আলম মৃধা প্রমূখ।এ ব্যাপরে কানিজ ফাতিমা বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে কম রয়েছে। আমার ঘরের সামনের সরকারি সম্পত্তি কামাল হোসেন কেমন করে দাবি করেন। আমিও সুষ্ঠ ফয়সালা চাই।