1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউখালীতে সাবেক কারারক্ষীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎পিরোজপুরে বিএনপির উদ্যোগে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত গজারিয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত নেছারাবাদে খাবারে বিষ দিয়ে জেলের ২ গাভী মেরে ফেলার অভিযোগ কাউখালীতে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত কাউখালীতে মোটরসাইকেল চাপায় শিক্ষার্থী নিহত পিরোজপুরে যুবদলের পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল জুলাই বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় – মোঃ ইলিয়াস হোসেন মাঝি

মঠবাড়িয়ায় গভীর রাতে ঘরের দরজা আটকিয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা : আদালতে মামলা

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

ঘরের বাহির থেকে দরজা আটকিয়ে গভীর রাতে আগুন দিয়ে পুরো পরিবারকে হত্যা চেষ্টার অভিযোগে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে মামলা হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত্যু ইসমাইল ফকিরের ছেলে ইব্রাহীম ফকির (৫০) গত ২৯ অক্টোবর ৯ জন নামীয় ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন। থানা পুলিশ শনিবার (২ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শণ করেন।আসামীরা হলো- ওই পৌরসভা ১নং ওয়ার্ডের আঃ সত্তার বেপারীর ছেলে মোঃ সেকান্দার বেপারী (৪৫), মনু বেপারী (৫৫), রত্তন বেপারীর ছেলে রুবেল বেপারী (৩৫), মৃত- ছাদের আলী বেপারীর ছেলে রত্তন বেপারী (৫৫), সত্তার বেপারীর ছেলে লিটন বেপারী (৩০), চাঁন মিয়া বেপারীর ছেলে সিদ্দিক বেপারী (৪০), ইউনুচ মিয়ার ছেলে, সিদ্দিক মিয়া (৪০) ইদ্রিস মিয়া (৩৫), মোঃ মোতাহার আলীর ছেলে মোঃ মোতালেব হাং (৫৫)।মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, পৈত্রিক ও ক্রয়সূত্রে পাওয়া দক্ষিন মিঠাখালী মৌজার জে.এল নং-৩৭, এস.এ খতিয়ান নং-৫১৬, এর ৩১২২ নং দাগের ওপর বসতঘর নির্মাণ করে বহু বছর ধরে ইব্রাহীম পরিবার বসবাস করে আসছেন। ওই সম্পত্তি অবৈধভাবে দখল করার জন্য প্রতিবেশী সেকান্দার বেপারী গং দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিলো। গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের দিবাগত গভীর রাতে, সন্ত্রাসীরা প্রথমে ঘরের দরজা ভেঙে ঘরে উঠে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে চারিপাশে কেরসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ইব্রাহীম পরিবার প্রাণে বাঁচার জন্য বেড়া ভেঙে বাইরে বেড়িয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ওই সময় তারা ও আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে অস্ত্রহাতে দাড়িয়ে থাকা সন্ত্রাসীদের কারনে আগুন নেভাতে পারেনি। যে কারনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ভুক্তভোগী ইব্রাহীম আরও জানান, খবর পেয়ে পরের দিন (৬ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম স্যার আমার বাড়িতে আসেন এবং পরে তিনি এক বান্ডিল ঢেউটিন ও ৫ হাজার টাকা দেন। এছাড়াও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে আসছিলেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার রনজিৎ ঘটনাস্থল পরিদর্শণের সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক ভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।ক্যাপশন- মঠবাড়িয়া গত ৫ আগস্ট আ.লীগ সরকার পতনের দিবাগত গভীর রাতে সন্ত্রাসীদের দেয়া আগুনে ইব্রাহীম ফকিরের বসত ঘর খানা পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓