নাসিম উদ্দিন স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়া ভেড়ামারা থানার ভেতর থেকেতিনটি হেভি ওয়েট এর মোটরসাইকেল চুরি হয়ে যায়।বলা হয়েছে যে এ মোটরসাইকেল হল তিন পুলিশের ৩টি গাড়ি।মোটরসাইকেল চুরি যাওয়া তিন দিন হয়ে গেল কিন্তু এখনো প্রশাসন সে চোরকে ধরতে পারছে না। সাধারণ জনগণ বলছে মোটরসাইকেল তিন দিনেও উদ্ধার হয়নি।গত বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে চোর থানার ভেতরে ঢুকে এ ঘটনাটি ঘটায়। ভেড়ামারা থানার কর্মকর্তারা চুরি যাওয়া মোটরসাইকেলের বিষয়টি গোপন করে রাখলেও গতকাল শনিবার ফেসবুকে চুরির ঘটনা ভইরাল হয়ে যায়।মোটরসাইকেল চুরির বিষয়টি ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত পোনে ৩ :১০ টার দিকে ভেড়ামারা থানার ভেতরের গ্যারেজ থেকে তিনটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় চোর চক্র।ভেড়ামারা থানায় কর্মরত পুলিশের এস আই আলামিন হোসেন কনস্টেবল মাসুদ ও সোহেল রানা থানার ভেতরের গ্যারেজে তিনটি মোটরসাইকেল রেখেছিলেন। ভোরে গ্যারেজে গিয়ে দেখতে পায় মোটরসাইকেল ৩টি নেই।চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলের লক ভেঙে বাজাজ কোম্পানির ১৫০ সিসির পালসার ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল নিয়ে যায়।ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা হয়েছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।