আল মামুন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী গলাচিপায় বন্যাতলী লঞ্চ ঘাট থেকে ১৭ পিচ কচ্ছপ সহ সুকলাল বিশ্বাস,পিতা: সেলেন বিশ্বাস, চরকাজল ৩নং ওয়ার্ড আটক করা হয়েছে । তিনি ১৭ পিচ কচ্ছপ বস্তুায় পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী আটক করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ফের অনুচ্ছেদ ৬ এবং অনুচ্ছেদ ২৬ অনুযায়ী এক বছর বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা। এসময় উপস্থিত ছিলেন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের গলাচিপা উপজেলা টিম লিডার মো: সোহেল হোসেন রাসেল ও বিএম মোঃ নাইম হোসেন খান, বন বিভাগের গলাচিপা রেঞ্জ অফিসার। পরে কচ্ছপ বিভিন্ন ডোবা, পুকুর খালে অবমুক্ত করা হয়েছে। এই আসামি দীর্ঘদিন ধরে এই কচ্ছপ পাথরের সাথে জড়িত এর আগেও ২০১৮ সালেও ২০২১ সালে তাকে আটক করা হয়েছিল।