1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার গজারিয়া ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা মামলায় খালাশ তারেক রহমান গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র উদ্বোধন কাউখালীতে ডে নাইট শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পবিপ্রবিতে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, বাধ্যতামূলক ডোপটেস্ট  কাউখালীতে ট্রলার দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ ৭ ডাকাত গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে সিরাজদীখান উপজেলায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের নিকট হতে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটর সাইকেল জব্দ করা হয়। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।গ্রেফতারকৃত ৭ জন হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন(৪২), সুজন (৩০), সমির হোসেন (৪২)। তারা সবাই আন্ত:জেলা পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী ঢাকা থেকে নবাবগঞ্জ বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মধ্য মুন্সীগঞ্জের সিরাজদীখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে স্বর্ণব্যবসায়ীকে নামীয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় একই দিন সিরাজদীখান থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ ঘটনার ১২ দিনের মাথায় রবিবার তথ্য প্রযুক্তির ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযান মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓