মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা :
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক মোঃ আশরাফ উজ্জামান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা কমিটি তাকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করেন। বুধবার (৬ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সনদ ও পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর হাত থেকে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে মোঃ আশরাফ উজ্জামান সনদ ও পদক গ্রহণ করেন।মিঠাখালী গুদিঘাটা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহফুজুর রহমান বলেন, পাঠদানে সহকারি অধ্যাপক মোঃ আশরাফ উজ্জামান দায়িত্বশীল। তার এ অর্জনে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি আনন্দিত।