পিরোজপুর প্রতিনিধি :
প্রয়াত আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশে এক নায়কতন্ত্র সৃষ্টির লক্ষে কারও পথ ও মতকে প্রধান্য না দিয়ে এবং বিরোধী শিবিরকে নির্যাতন-দমন করতে গিয়ে আজ তিনি নিজেই ইতিহাসের আস্তকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন।জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি শুক্রবার শেষ বিকালে পিরোজপুর প্রেসক্লাবে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মাসুদ সাঈদী বলেন, দেশে মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দলের নেতার সাগর দুর্নীতির কারনে দেশের ১৮ কোটি মানুষকে এখন অসহনীয় দুর্ভোগ ও কষ্টের মাসুল গুনতে হচ্ছে। মাছের পঁচন যেমন মাথা থেকে শুরু হয়, তেমনি কোন কোন রাজনৈতিক দলের পঁচনও তাদের মাথা থেকে শুরু হয়েছে। যার ফলশ্রæতিতে দেশের অবস্থা আজ ভঙ্গুরে পরিনত হয়েছে। তিনি বলেন, গত ১৫ বছরে দেশে আওয়ামীলীগের দুঃশাসন ও নির্যাতনের কারনে সাধারন মানুষ হাফিয়ে উঠেছিল। ওই ক’বছরে মানুষের মৌলিক অধিকার সম্পূর্নভাবে ধ্বংশ হয়েিেছল, রাজনৈতিক প্রতিহিংষার কারনেই দলটির পতন ছিল অনিবার্য। তাই আমাদেরকে মূল্যবোধের অবক্ষয় থেকে বের হয়ে আসতে হবে, আতীতকে ভ’লে গিয়ে অনাগত ভবিষ্যত ও প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী রেখে যাওয়াই রাজনীতিবিদ তথা আমাদের সকলের কাম্য হওয়া উচিত বলে মনে করেন এই নেতা। পরিশেষে তিনি বলেন, গত ১৫ বছরে পিরোজপুরে দু’একটি ভবন ছাড়া দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। অবকাঠামোগত উন্নয়নই শুধু জনগনের কাম্য নয়, গুনগত ও মৌলিক উন্নয়নেরও প্রয়োজন রয়েছে। পরিশেষে পিরোজপুর জেলাকে একটি আধুনিক উন্নত ও স্বপ্নের জেলায় পরিনত করাই হোক আমাদের সকলের প্রত্যাশা।