নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদের আকার দ্বিতীয় দফায় বাড়ছে।রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।রোববার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন। ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।সরকারের তরফ থেকে কোনো নাম বা সংখ্যা প্রকাশ করা না হলেও বঙ্গভবনের একজন কর্মকর্তা বলেছেন, নতুন পাঁচজন উপদেষ্টার শপথের আয়োজন করা হয়েছে সেখানে। নতুন পাঁচজন যুক্ত হলে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা হবে ২৫ জন।