মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মানের সঙ্গে কাউখালী দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪নভেম্বর) ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন এবং সব ধরনের অপরাধ দমনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এসময় সমিতির নেতৃবৃন্দ ব্যবসায়ীদের উন্নয়ন ও নিরাপত্তায় পুলিশ প্রশাসনের সহযোগিতা চান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নুরুল আমিন, সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিক, কোষাধ্যক্ষ পলাশ সাহা সহ ব্যবসায়ীগন।