নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ ঘটিকায় বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালাহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্ত্বে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে বক্তব্যের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি স্মৃতি চারণ, সমবেদনা সহ নতুন বাংলাদেশ বিনির্মানে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাহিদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন।