নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মো দেলোয়ার হোসেন আজ ৪ঠা ডিসেম্বর বুধবার সন্ধায় নারায়ণগঞ্জ ১নং রেলগেটে ট্রেন দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫বছর তিনি স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য ছাত্র-ছাত্রী গুণগ্রহী রেখে গেছেন।তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ ফতুল্লায়। পুলিশি কার্যক্রম শেষে তাকে ফতুল্লাতে তার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন- করা হবে।তার মৃত্যুতে মুন্সীগঞ্জ শহরসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা এ কে এম ফকর উদ্দিন রাজি তিনি মরমের রুহের মাগফেরাত আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি ১লা জানুয়ারি ২০২৩ হতে মুন্সীগঞ্জ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এর পুর্বে তিনি লৌহজং পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।তাঁর মৃত্যুতে আত্নার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জনজীবন২৪.কমের সম্পাদক ও প্রকাশক নূপুর রহমান, জনজীবন ফাউন্ডেশনের উপদেষ্টা কেএম সাইফুল্লাহ ভূইয়া, নূর মোহাম্মাদ, সভাপতি মোঃ জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ আইন সম্পাদক মোঃ আল আমিন, সহ সমাজ কল্যান সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।