কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত নাথ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম মোঃ শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম মুজাহিদ প্রমুখ।