নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা টেংগারচর ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডে উত্তরশাহাপুর গ্রামে ব্যক্তিমালিকানা জমিতে জোরপূর্ক মাটিকেটে রাস্তা নির্মানে অভিযোগ পাওয়া যায়। জানা যায়,টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৬ নং ওয়ার্ড মেম্বার মুসার বিরুদ্ধে।সরেজমিনে দেখা যায় জমির উপর দিয়ে একটি রাস্তার কাজ চলমান রয়েছে । রাস্তার বিষয়ে জমির মালিক মোঃ ফারুক কাজি, আব্দুল কাদির ও প্রবাসী আমিমুলের স্ত্রী বলেন আমাদের জমির উপর দিয়ে তারা মাটি কেটে রাস্তার কাজ করতেছে।কিন্তু আমরা কিছুই জানিনা।রাস্তা হবে ভালোকথা কিন্তু উভয় পক্ষের লোকজন নিয়ে আলোচনা করে দুই জমি থেকে সমান ভাবে জায়গা নিয়ে রাস্তা করতে আমাদের কোন বাঁধা নেই। কিন্তু তারা নিজেদের ইচ্ছেমতো ফসলি জমিতে মাটি কেটে রাস্তা তৈরী করতেছে। আমরা একাধিক বার বলার পরে-ও তারা জোরপূর্বক রাস্তা করতেছে বিধায় আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।ভুক্তভোগী ফারুক কাজী বলেন,এখানে বেশির ভাগ জমি আমার সহ আমার আত্মীয় স্বজনদের।চেয়ারম্যান মেম্বার কাজ করুক সমস্যা নেই।তবে আমাদের জমি আমাদের সঙ্গে আলোচনা করে তারা কেনো মাটি ভরাট করবে।আরেক ভুক্তভোগী কাদির জানায়,এখানে কোনো সরকারি খাস জমি নেই,সব ব্যক্তিগত জমি।তাহলে আমাদের জমির উপর দিয়ে রাস্তা আমাদের অবগত করেনি কেনো তারা।যারা কাজ করতেছে তারা আওয়ামী লীগ আমলেও এমন করেছে এখন ও করতেছে।৬নং ওয়ার্ডের মেম্বার মুসা সরকার বলেন, এলাকাবাসীর চাহিদার ভিত্তিতে রাস্তা করা হচ্ছে। তাছাড়া ফারুক কাজীর সঙ্গে কথা বলে জমি কেটেছি।আমিমুল এর জমি মেপে কাজ করতে বলেছে আমরা তাই করবো।কাদির এর সঙ্গে ও কথা বলেছি এখন কেনো অভিযোগ করেছে বলতে পারি না।এ বিষয়ে টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ফরাজি কে একাধিক বার মুঠোফোনে কল দিয়ে ও পাইনি।