1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে তারাকান্দা র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত ফুলপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতা রকিবুল হাসানের মতবিনিময় কাউখালীতে গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত সাবেক এমপি আবুল বাশার আকন্দ যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো- হাসান মামুন মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিন ব্যাপী ১৩৪ তম আবির্ভাব উৎসব শুরু পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মিডিয়া ব্রিফিং গজারিয়া ডাকাতি প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের মাঝে বিএনপি নেতার চার্জ লাইট,বাঁশি বিতরণ ফুলপুরে জমি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব

নেছারাবাদে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় সেনাবাহিনীর অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া রেখে নিয়মিত সময়ে বাস সার্ভিস চালু দিতে না পারায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ফেরত দিলেন বাস কাউন্টার মালিকেরা।শুক্রবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ সেনাবাহীনির নেছারাবাদ উপজেলা সেনা ক্যাম্পের একটি দল ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে সরকার নির্ধারিত ভাড়া রেখে বাড়তি ভাড়া যাত্রীদের ফেরৎ প্রদান, টিকিট বিক্রি করেও নিয়মিত সময়ের মধ্য বাস সার্ভিস দিতে না পারায় টিকিট মূল্য ফেরৎ দেয়া হয়েছে। এসময় কাউন্টারের অন্যান্যে বাস কাউন্টার মালিকদের সতর্ক করা হয়। কাউসার মাহামুদ নামে এক যাত্রী অভিযোগ করে বলেন, তিনি ঢাকা যাওয়ার জন্য উপজেলার ষ্টার ডিলাক্স নামক একটি বাস কাউন্টার থেকে ৮০০ টাকার বিনিময়ে একটি টিকেট কেটে ছিলেন। বিকেলে গাড়ি ছাড়ার কথা ছিল। সন্ধ্যার পরেও সেই বাস আসেনি। সেনাবাহিনী আসলে কাউন্টার মালিক পালিয়ে যায়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আমরা টিকিটের মূল্য ফেরৎ পেয়েছি। মো: হাসান নামে অপর এক যাত্রী বলেন আমিও ওই কাউন্টার থেকে ৮০০ টাকায় একটি টিকিট ক্রয় করেছিলাম। যে গাড়ী বিকেল পাঁচটায় কাউন্টার থেকে ছাড়ার কথা। সন্ধ্যার পরেও তাদের গাড়ী আসেনি। সেনাবাহিনীর হস্তক্ষেপে টাকা ফেরৎ পেয়েছি।উজ্জ্বল সাহা নামের এক যাত্রী অভিযোগ করে বলেন, আমি ঢাকায় যাওয়ার জন্য যমুনা লাইন পরিবহন থেকে ১০০০ টাকায় একটি টিকিট ক্রয় করেছিলাম। আমার মতো এই গাড়ী অনেক যাত্রীরা ১০০০ টাকায় টিকিট কিনেছিলেন। পরে সেনাবাহিনী এসে আমাদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ২০০ টাকা ফেরতের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা অতিরিক্ত টাকা ফেরৎ পেয়েছি।কাউন্টার মালিকরা বলেন, ঈদের সময় যাত্রীদের চাপ বেশি থাকে। এসময় গাড়ী মালিকরা বেশি টাকা চান। তাই বাধ্য হয়ে তাদের মত করে ভাড়া কাটা হয়। তাছাড়া এই ঈদে সবাই ঢাকায় যায়। কেহ আসেনা। তাই একটি গাড়ী ঢাকায় গিয়ে খালি আসতে হয়।এতে খরচ বেশি পড়ে। তাই খরচ পোষানোর জন্য একটু বেশি ঢাকা রাখা হয়েছে।স্থানীয়দের অভিযোগ ঈদ, পূজা আসলেই ঢাকাগামী গাড়ীগুলো কাউন্টার থেকে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে। প্রশাসনের কোন নজরদারি চোখে আসেনা। তারা বলেন এভাবে সেনাবাহিনীর অভিযান থাকলে যাত্রীরা সস্তিতে ঢাকায় ফিরতে পারবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓