1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎পিরোজপুরে ঘরের মধ্যে বৃদ্ধাকে জবাই করে হত্যা পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা কাঠালিয়ায় সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জনতার ঢল রাঙ্গাবালীতে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত নিম্নাঞ্চল ‎আমরা দেশ প্রেমিকরা যদি আওয়াজ তুলতে পারি তাহলে ক্ষমতাপ্রেমিরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে: মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারলিপি প্রদান গলাচিপায় ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান গলাচিপায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান গজারিয়ায় বাল্কহেড থেকে পড়ে শিশুর মৃত্যু কাউখালীতে নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারলিপি প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গজারিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।গজারিয়া উপজেলা পরিষদের মুল ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার ৫০টি প্রতিষ্ঠানের প্রায় ৭শতাধিক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী। পরে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।মানববন্ধনে গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন, উপদেষ্টা দুলাল মিয়া, মোয়াজ্জেম হোসেন,ওমর ফারুক সহ-সভাপতি আবু জাফর ভুট্টু,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক তপন চন্দ্র মল্লিক,কোষাধ্যক্ষ আব্দুল জলিল, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, গজারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক শাহজাহান সিকদার,গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন সরকার সহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে এটি সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের একটি বড় অংশের মেধাবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।অভিভাবক নুরুল আলম বলেন, যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে।কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা।অবিলম্বে সরকারের সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে রাজপথে আমরা আন্দোলন করবো।অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন বলেন, “১৭ জুলাই মন্ত্রণালয়ের নির্দেশনায় শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। এক দেশে দুই নীতি মানা যায় না। ত্রিশালে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে ক্ষতিগ্রস্ত হবে।”মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের কাছে হস্তান্তর করা হয়।এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓