নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন গুয়েতকান্দি গ্রামে খালের উপরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের কাটাখালি লোহারপোল সাতানিখিল অবৈধবালু ব্যবসায়ীরা রাতের আঁধারে এলাকা ছোটখাটো খাল গুলোর দিয়ে তারা বাল গেট ও ড্রেজার ঢুকিয়ে নষ্ট করছে এলাকার পরিবেশ অবৈধ ড্রেজার বালু ব্যাবসায়ীরা।চরকেওয়ার ইউনিয়নে চরডুমুরিয়া খাসেরহাট্ট ব্রিজের নিচে অবৈধ ড্রেজার লাগালেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও সুফল পাওয়া যায়নি পুনরায় আবার তারা ডেজার ব্যবসা শুরু করে এদের প্রশাসন আইনগত ব্যবস্থা না নিলে দিনে দিনে হারিয়ে যাবে ফসলি জমি। গতকাল সরজমিনে গিয়ে দেখা যায় যে, ডেজার ব্যবসায়ীদের প্রতিবছরের ন্যায় এবছরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে এলাকাবাসী দের মতে প্রশাসনকে ম্যানেজ করে এই স্থানগুলোতে দিনের পর দিন সরাসরি জমির আশেপাশে ব্যক্তি মালিকানা যুক্ত করে তাদের ক্ষমতার তারা এই অবৈধ ব্যবসা করে যাচ্ছেন। এবিষয়ে সদর উপজেলা ভূমি এসিল্যান্ড সহকারী কর্মকর্তা হাসানুল রহমান বলেন, অবৈধ বালু ব্যাবসায়ীদের বিরুদ্ধে আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।