কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলার দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও নতুন ছাত্রদের ছবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগষ্ট) বাদ মাগরিব অত্র মাদরাসার সভাপতি মোঃ বদরুদ্দোজা মিঞার সভাপতিত্বে ও মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ ফরিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি থেকে ছাত্রদের ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন, বদরপুরী হুজুর আলহাজ্ব হযরত মাওলানা আবু বক্কর সিদ্দিকী। এসময় এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষার্থী – অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
মাদরাসার প্রথম ব্যাচের সফল হাফেজ ছাত্রদের বিদায় ও নতুন ছাত্রদের সবক অনুষ্ঠানে সফল বিদায়ী হাফেজ ছাত্রদের হাতে অ্যাওয়ার্ড ক্রেস্ট তুলে দেয়া হয়। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সভাপতি মোঃ বদরুদ্দোজা মিঞা বলেন, প্রতিষ্ঠানের প্রথম ব্যাচে সফলভাবে ৩০ পারা কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন বেশ কয়েকজন ছাত্র। তাদের আজ অ্যাওয়ার্ড হাতে তুলে দিয়ে বিদায় দিতে পেরে মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকরিয়া আদায় করছি।তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, দেশবাসীর সকল মুসলমান ভাইয়েরা আমাদের হাফিজি মাদরাসার জন্য দোয়া করবেন, যেন প্রতি বছর সফল ভাবে যুগ যুগ শ্রেষ্ঠ হাফেজ ছাত্র তৈরি করতে পারি। তারা যেন দ্বীনের খেদমতে অটল থাকে।