
নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভেড়ামারা উপজেলা, পৌর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজ রবিবার বিকেলে দক্ষিণ কেবিনের সামনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি আবু দাউদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র এ্যাডঃ তৌহিদুল ইসলাম আলম। তিনি বলেন মহান আল্লাহতালার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন সুস্থ করে দেয়, এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি আরো বলেন কুষ্টিয়া ২(ভেড়ামারা -মিরপুর) আসনের একমাত্র কর্মীবান্ধব, জননেতা ও জনপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা তিনবারে সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।দোয়া মাহফিল অনুষ্ঠানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জানবার হোসেন, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ আসলাম উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভেড়ামারা সরকারি কলেজের সাবেক ভিপি আবু মোহাম্মদ নূরউদ্দিন নুরু ভিপি,যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বিশু,যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা ইছা হক, যুগ্ম আহবায়ক জাহিদুর রহমান রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা শামীম, বিএনপি নেতা সাইফুল ইসলাম রোকন, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ আবুল বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রব,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, চাঁদগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মোল্লা, বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।