গৌরনদী (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচন বুধবার (২৬ জুন) ইবিএম সুষ্ঠ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্টিত হয়।নির্বাচনে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান জানান, গৌরনদী পৌর সভায় ভোটর সংখ্যা ৩৭ হাজার ২শত ৫৩।কাষ্টিং ভোট ১৬ হাজার ২০।এর মধ্যে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আলাউদ্দিন ভূইয়া ১০হাজার ৫শত ৪৪ ভোট ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের মেয়র প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ৪হাজার ৭শত ৮৬।