1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মে দিবস পালিত মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে সন্তানের স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় স্ত্রী-সন্তান ফুলপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  আন্তর্জাতিক মে দিবস পালিত ইন্দুরকানীতে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কাউখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জেলে গ্রেফতার কালীগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা কাউখালীতে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা আদায় মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে কবর খুঁড়ে ১৪টি কঙ্কাল চুরি জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে থানায় মামলা করলেন বাবা, ছেলে গ্রেফতার 

ভেড়ামারা আজিজ বিড়ির মোড়ে তৃষ্ণার্ত মানুষের পাশে সমাজসেবী তানভীর আহমেদ তাপস

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

নাসিম উদ্দিন ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভাস্হ ৮ নং ওয়ার্ডের আজিজ বিড়ির মোড় সংলগ্ন কমা ড্রাইভারের বাড়ী ও তার আশে পাশের বেশ কিছু পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ দীর্ঘদিন যাবৎ মিঠাপানির কষ্টে ভুগতেছিলেন।ওখানে চাপকলের ব্যবস্হা থাকলেও পানির লেয়ার নেমে যাওয়ায় পানি না উঠার কারণে পানির অভাবে প্রায় তিন ‘মাস যাবৎ এলাকাবাসি পানির সীমাহীন কষ্টে জীবন যাপন করছেন।তাদের দীর্ঘদিনের পানি সংকট দূরীকরণে এগিয়ে এসেছেন ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রয়াত সভাপতি,আওয়ামীলীগের বিগত ৪ দশকের দুর্দিনের সংগঠক, ভেড়ামারার গণমানুষের শ্রদ্ধা আর ভালবাসায় সিক্ত মুজিবুল হক মাঙ্গন’র পুত্র,মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশন’র স্বত্বাধিকারী,বিশিষ্ট কনস্ট্রাকশন ঠিকাদার,তরুণ প্রজন্মের আস্হা ও বিশ্বস্ততার প্রতিক, সামাজিক ও মানবিক মানব তানভীর আহমেদ তাপস।
ভেড়ামারা করিম বিড়ি মোড়ের একটি ট্যাপ থেকে এলাকাবাসি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাবার পানি সংগ্রহ করে।বিষয়টি তানভীর আহমেদ তাপস’র নজরে এলে তিনি উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপনের সংকল্প করেন এবং আজ সোমবার তার নিজস্ব অর্থায়নে এ কাজটি সম্পন্ন করা হয়। বলাবাহুল্য, অতি সম্প্রতিকালে কুষ্টিয়ার ভেড়ামারার প্রত্যন্ত অঞ্চল পানির লেয়ার সংকটে সমস্ত টিউবওয়েল গুলো পানি শূণ্যতায় নিমজ্জিত। মানুষের নাওয়া, খাওয়া ও গোসলের পানির তীব্র সংকট দেখা দিয়েছে।সামর্থবানরা বিপুল টাকার বিপরীতে সাবমার্সিবল নলকূপ স্হাপন করতে পারলেও বিত্তহীনরা সামর্থ্যের অভাবে তা স্হাপন করতে পারেননি।এলাকাবাসি আব্দুল খালেক,কমা ড্রাইভার সহ বেশ কয়েকজন মহিলার সাথে সাক্ষাৎকালে তারা জানান আমাদের,দীর্ঘদিনের পানি সমস্যার সমাধান করেছেন তানভীর আহমেদ তাপস। এতে করে আমরা খুশি।আমরা আজীবন এমন মানবিক মানুষের মহতী কাজে তার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো।তাছাড়া অন্যান্যরাও তাপস’র এমন মহতী কাজের প্রশংসা করেছেন।”তানভীর আহমেদ তাপস” তার নিজস্ব অর্থায়নে উক্ত এলাকায় একটি সাবমার্সিবল পানির পাম্প স্হাপন করে দেন। এছাড়াও সমাজ সেবক “তাপস” হিড়িমদিয়া জাপানের পুল, কুঠিবাজার বাবুপাড়া, ভেড়ামারা ডাকবাংলো মার্কেট সহ বহু জায়গায় তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সাবমারাসিবল পানির পাম্প স্হাপন করে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓