1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিয়ে আমরা নেতৃত্ব প্রতিষ্ঠা করবো- হাসান মামুন মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কাউখালীতে শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিন ব্যাপী ১৩৪ তম আবির্ভাব উৎসব শুরু পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে মিডিয়া ব্রিফিং গজারিয়া ডাকাতি প্রতিরোধে স্বেচ্ছাসেবীদের মাঝে বিএনপি নেতার চার্জ লাইট,বাঁশি বিতরণ ফুলপুরে জমি নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল গজারিয়া অবৈধ ঢালাই কারখানা গুঁড়িয়ে দিল তিতাস গজারিয়া অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে ডাকাতি বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সোনাগাজীতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনী জেলার সোনাগাজী উপজেলার সরকারি সাবের পাইলট হাইস্কুলের নবম শ্রেণির ধর্ম বিষয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, তারা ভালো নম্বর পেলেও শিক্ষক জসিমের অবহেলার কারণে ফলাফলে তাদেরকে ফেল দেখানো হয়েছে। ফলাফল পূনঃমুল্যায়নের পর দেখা যায়, ১০ জন শিক্ষার্থী যারা ৭০ থেকে ৮৫ নম্বর পেয়েও অকৃতকার্য হিসেবে তাদের ফল প্রকাশিত হয়।ফলাফল প্রকাশিত হওয়ার পর তারা খাতা দেখতে চাইলে তাদের জানানো হয় যে, তাদের পরীক্ষার খাতা পাওয়া যায়নি।এ বিষয়ে এক অভিভাবক অভিযোগ করে ধর্ম পরীক্ষার ফলাফল জানতে চাইলে, শিক্ষক জসিম, সুলতান এবং কামনুর নাহার তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। তারা দাবি করেন, ফলাফল চূড়ান্ত এবং কোনো অভিযোগ গ্রহণযোগ্য নয়।পরবর্তীতে চাপের মুখে শিক্ষকরা পরীক্ষার খাতা খুঁজে বের করলে সকল শিক্ষার্থীর খাতা একত্রে পাওয়া যায় এবং পূনরায় খাতা মুল্যায়নের পর বেশ কিছু শিক্ষার্থী ৭০-৮৫ নম্বর পেয়ে পাশ করেন।দুপুর ১২টা থেকে ১টার মধ্যে দুইটি আলাদা রেজাল্ট প্রকাশের পর, অনেক ছাত্রের ফলাফল পরিবর্তিত হয়, যা স্থানীয়দের মধ্যে বিস্ময় ও বিতর্কের সৃষ্টি করে। শিক্ষকদের এই আচরণে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত এবং স্বচ্ছতার দাবি জানিয়েছেন।এ ছাড়াও ধর্মশিক্ষক জসিমের বিরুদ্ধে টাকার বিনিময়ে পাশ করানো এবং প্রাইভেট পড়ানো শিক্ষার্থীদের অধিক গুরুত্ব দিয়ে ভালো মার্ক দেন বলে অভিযোগ করেছেন কিছু শিক্ষার্থী।এই বিষয়ে নবম শ্রেনীর এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, আমরা শিক্ষকদের উপর ভরসা করে আমাদের সন্তানদের স্কুলে পাঠায়। কিন্তু শিক্ষকরা যদি তাদের প্রতি যথেষ্ট সদয় না হয় তবে এটা দুঃখজনক। শিক্ষকদের উচিত স্বচ্ছতার সাথে পাঠ্যক্রম পরিচালনা এবং সঠিক তত্বাবধায়ন নিশ্চিত করা।এই বিষয়ে অভিযুক্ত শিক্ষক জসিম তার উপর আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তবে তিনি অনিচ্ছাকৃত ভুল হয়েছে স্বীকার করে দুঃখপ্রকাশ করেন।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন বলেন, মার্ক টেম্পারিং এর বিষয়টি সত্য নয়।তবে তিনি ভুল করে মার্ক যোগ করেন নাই। আমরা ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓