নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা একজন সামাজিক স্বজ্জন ও মানবিক মানুষ,যিনি ই তিমধ্যে সমাজিক একাধিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন,পারিবারিক ভাবেই রাজনৈতিক সচেতন পরিবারে জন্ম গ্রহণকারী এই মানুষটির হাতে সামাজিক একাধিক প্রতিষ্ঠান অত্যন্ত সুনাম ও সন্মানের সাথে পরিচালিত হচ্ছে।উল্লেখ্যযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আজীবন দাতা- হাজী কেরামত আলী উচ্চ বিদ্যালয়, সা:সম্পাদক-উত্তর শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটি, সভাপতি- মিরের গাঁও কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটি, প্রধান উপদেষ্টা-উত্তর শাহপুর হাফেজিয়া মাদ্রাসা,যুগ্ম সা:সম্পাদক বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়ন,ঢাকা নগরী উত্তর বিভাগ জেলা শাখা অর্থ সম্পাদক-বাংলাদেশ সরকারী কর্মচারী কল্যান ফেডারেশন, কেন্দ্রীয় কমিটি।পিতা- হাজী সামসুদ্দিন আহম্মদ সাবেক ৪ (চার) বারের ইউপি সদস্য ৩ নং টেংগারচর ইউনিয়ন পরিষদ ও প্রতিষ্ঠাতা সভাপতি টেংগারচর ইউনিয়ন বি.এন.পি,ছোট ভাই মোঃ নাছিম মিয়া ইউপি সদস্য ৭ নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান ৩ নং টেংগারচর ইউনিয়ন পরিষদ,সিনিয়র সহ-সভাপতি গজারিয়া উপজেলা তাঁতীদল।