নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে ইয়াবা সেবনের দায়ে সাকিব (১৯) নামের এক কিশোরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলাম এ রায় দেন। সাকিব উপজেলার দক্ষিণ কৌরিখাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানাযায়, নেছারাবাদ থানা পুলিশ অভিযানে ইন্দুরহাট এলাকা থেকে ইয়াবা সেবনের সময় সাকিবকে আটক করে। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত সাকিবকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন।এ ঘটনার পর ইউএনও মো. জাহিদুল ইসলাম তার ফেসবুক আইডিতে জনসচেতনতা মূলক একটি পোস্ট দেন। যা স্পষ্টতই বোঝা যায় যে, ওই দণ্ডিত কিশোরকে উদ্দেশ্য করেই দেওয়া হচ্ছে। এ ঘটনার পর এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-কৌতুহলের জন্ম দেয়।