নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় জিলু মিয়া (৪২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।গজারিয়া বালুয়াকান্দি এলাকায়, কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিলু মিয়া গজারিয়ার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বাসিন্দা। তার পিতার নাম অহিদ মিয়া।জানা গেছে, জিলু মিয়া নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার সকালে জিলু মিয়া নিজ বাড়ির উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে রওনা দেন। বালুয়াকান্দি এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।ধাক্কার পর মোটরসাইকেলটি সড়ক বিভাজনে (ডিভাইডারে) আঘাত করে এবং জিলু মিয়া রাস্তায় ছিটকে পড়েন।ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার এসআই সফিউল আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।