নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় গাঁজা সেবনের দায়ে ইয়াসিন মীর (২১) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নেছারাবাদ সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ।শুক্রবার (১ আগস্ট) রাত আটটার সময় উপজেলার সোহাগদল ইউনিয়নের আলকিরহাট বাজার থেকে তাকে গাঁজাসহ আটক করে নেছারাবাদ থানা পুলিশ। ইয়াসিন মীর উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শহিদুল মীরের ছেলে। জানা গেছে, ইয়াসিন মীর দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়। নেছারাবাদ সহকারি কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান,উপজেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।