1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ঝালকাঠিতে ‘জুলাই শহিদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত ‎ ‎ কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি জামায়াতের বিজয় মিছিল সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন: মাসুদ সাইদী ‎ গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান

নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে শেখ মুজিবুর রহমানের ছবি ঝুলিয়ে রাখাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সরকারি অফিস কক্ষগুলোতে নিরপেক্ষতা বজায় রাখা উচিত হলেও এখানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতীকী ব্যক্তিত্বের ছবি টানানো হয়েছে, যা পক্ষপাতদুষ্ট মনোভাব প্রকাশ করে।নেছারাবাদ উপজেলা বিএনপি নেতারা বলেন, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র একপক্ষের ছবি ঝুলিয়ে রাখলে তা অন্য দলের প্রতি অবিচার ও বৈষম্য তৈরি করে। তারা দাবি জানান, দেশের ইতিহাসে অবদান রাখা সব জাতীয় নেতার মর্যাদা রক্ষা করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।নেছারাবাদ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মো. আজাহারুল ইসলাম টুটুল বলেন, ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এককভাবে বঙ্গবন্ধু ও হাসিনার ছবি টানিয়ে রেখেছে। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে অন্য কোন রাজনৈতিক দলের অস্তিত্ব রক্ষা করেনি। আমরা এর বিরোধিতা করি।সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল কবির বলেন, পদাধিকার বলে আমি ওই স্কুলের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক যদি বঙ্গবন্ধুর ছবি না সরায় আমরা কি করতে পারি। তবুও আমাদের স্কুলের সরকারি শিক্ষকরা একাধিকবার ছবি সরানোর কথা বলেছিলাম তিনি তা শুনেননি।সোনারঘোপ রমেশ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামীমা ইয়াছমিন বলেন, আমার বাবা মইনুদ্দিন মাস্টার একজন বীর মুক্তিযুদ্ধা; আমি ছবি নামাবো না; কেউ যদি অপসারণ করে সেটা তাদের ব্যাপার। আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ের ধারণ করি ও ভালোবাসি। তার অপমান কখনোই চাইবো না।নেসারাবাদ উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা মো: গিয়াস উদ্দীন বলেন, দেশের পটপরিবর্তনের সাথে সাথে উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবর রহমানের ছবি সরানো হয়েছে। তবে ছবি সরানোর জন্য সরকারি কোন নির্দেশনা নেই। ওই বিদ্যালয়ের দেয়ালে কেন এখনো শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো আছে প্রধান শিক্ষিকার কাছে আমি জানতে চাইব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓