1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

বিএনপিকে জড়িয়ে অপপ্রচার: সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা আবেদন

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক তুহিন হত্যা মামলায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ন্যাশনাল কনজারভেটিভ পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করার আবেদন করেছেন গাজীপুরের বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ।মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলার আবেদন দাখিল করা হয়।তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হলেও সারজিস আলম না জেনেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে এ ঘটনার সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। এতে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।তিনি আরও জানান, জিএমপি কমিশনার নিশ্চিত করেছেন যে হত্যাকাণ্ডে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। দলের সিদ্ধান্ত অনুযায়ীই তিনি মামলার আবেদন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓