
নিজস্ব প্রতিনিধি:
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ মন্তব্য করে আজ বুধবার বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ শেষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে মহীয়সী এক নারী। নীতির প্রশ্নে দৃঢ়তা, গন মানুষের অধিকার আদায়ে আপসহীনতা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল। কথা বার্তা শালীনতা বোধ, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী অনন্য নেত্রী ছিলেন। কর্ম গুনে তিনি পরিনত হন বাংলাদেশের মানুষের ভরসা স্থলে।বাংলাদেশ জনতা সংস্কৃতিক ফ্রন্টের সাধারন সম্পাদক ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বেগম খালেদা জিয়া এমন ই একজন রাজনীতিবিদ যে পরিশীলিত ভাষায় কথা বলে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন। এ কারনেই বাংলাদেশের ইতিবাচক রাজনীতিতে এখন এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিশেষ করে বর্তমান সময় যখন রাজনীতিতে এক পক্ষ অন্য পক্ষকে চরিত্র হননের জন্য অকথ্য ভাষায় আক্রমণ করে, সেই সময় বেগম খালেদা জিয়ার মতো সাহসী ও মহীয়সী নারী রাজনীতিবিদ যেন জাতির জন্য এক সূর্যসম আলোকবর্তিকা।সাবেক ছাত্রনেতা ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি আরো বলেন, খালেদা জিয়া কখনো প্রতিশোধ প্রবন রাজনীতিতে বিশ্বাস করেননি। তিনি এক উদার গণতান্ত্রিক চেতনার ধারক ও বাহক। এ কারনেই খালেদা জিয়ার বিরুদ্ধে যে সব অন্যায় অবিচার করা হয়েছে, সেই অন্যায় অবিচার গুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভার তিনি দিয়েছেন দেশের জনগণের ওপর।তরুণ রাজনীতিবীদ ও নাগরিক কেন্দ্রের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন মাঝি বলেন, বেগম খালেদা জিয়ার চলে যাওয়া কেবল একজন রাজনৈতিক নেত্রীর প্রস্থান নয় বরং বাংলাদেশের সম সাময়িক রাজনীতির একটি দীর্ঘ ও ঘটনা বহুল অধ্যায়ের চুড়ান্ত সমাপ্তি। দেশের বর্তমান এই সন্ধিক্ষণ কালে তার নেতৃত্বের বিয়োগে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলে তা অপূরণীয়।