শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন এবং এসডিজির লক্ষ্য পূরণের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷ রোববার(১১ জুন)বিকেলে উপজেলার শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আতিকুর রহমান রুবেল শিক্ষার্থীদের দুধ খাইয়ে এর উদ্বোধন করেন।এ সময় আতিকুর রহমান রুবেল বলেন, দুধের পুষ্টিগুণ নিয়ে জনসচেতনতা সৃষ্টি,শিশুদের দুধ পান করানোর অভ্যাস করানো,শিশুদের পুষ্টিচাহিদা মিটিয়ে একটি শিক্ষিত মেধাবী জাতি গঠন ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে এসডিজির লক্ষ্য পূরণ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পভুক্ত খামারিদের সাথে সেতুবন্ধন তৈরি করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মঞ্জিল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তর এর প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের স্কুল মিল্ক কর্মসূচির উপ-প্রকল্প পরিচালক ডা: হিরন্ময় বিশ্বাস।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.দেবেন্দ্রনাথ সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. মিজানুর রহমান বশির, ইউপি সদস্য নাসিরউদ্দিন আকাশ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকালে উপজেলার মধ্য কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করা হয় ৷ এ পর্যন্ত জেলার কাঠালিয়া উপজেলায় মোট ৩ টি বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে।