বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালি ইউনিয়নের গোজখালি বাজার সংলগ্ন এলাকায় সড়কের মোড়ে ট্রাক্টরের চাপায় রেজাউল হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত রেজাউল একই ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের আলতাফ হোসেন খানের ছোট ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার(১৬ জুন) বিকেল ৫ টার দিকে গোজখালি বাজার সড়কের মোরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক রেজাউল হোসেন ট্রাক্টরের চাকার নিচে পড়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়েছি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।