1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত মুন্সিগঞ্জে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের রমরমা মহা উৎসব রাজনীতিতে যার নাম বার বার উঠে আসে …… কে সেই ব্যাক্তি পিরোজপুরে হত্যার দায়ে ৩ জনের যাবজ্জীন কারাদন্ড পিরোজপুরে ওয়াল্ড ভিশনের উদ্যোগে স্থানীয় শিশু ও যুব ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত গজারিয়া তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ভান্ডারিয়া পৌরসভার জেপির মেয়র প্রার্থী মাহিমকে ইসির ঢাকায় তলব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৩৭৫ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন অভিযোগে জাতীয় পার্টি (জেপি) মনোনীত মেয়র প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে তলব করা হয়েছে। বুধবার(১২ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। বৃহস্পতিবার(১৩ জুলাই)বিকেল সাড়ে ৩টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জেপির বাই সাইকেল প্রতীকের প্রার্থী মাহিবুল হোসেন মাহিমকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ব্যাখ্যা প্রদান করতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আচরণ বিধি লঙ্ঘনের সত্যতা পাওয়ার পরও কেন তার (মাহিম) প্রার্থীতা বাতিল করা হবে না, সে বিষয়েও নির্বাচন কমিশন সচিবালয়ে যৌক্তিক ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, যান্ত্রিক যানবাহন ও মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে বাই সাইকেলের কর্মী-সমর্থকরা মিছিল করেছে- যা বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। এসব খবর যাচাই বাছাই করে রিটার্নিং অফিসার, পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিয়েছেন। তদন্ত প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
এ ঘটনায় পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ এর বিধি ১৩ লঙ্ঘনের দায়ে কেন পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা-২০১৫ এর বিধি ৩১ ও ৩২ অনুযায়ী আপনার (মাহিবুল হোসেন মাহিম) প্রার্থীতা বাতিল অথবা আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ হবে না সে বিষয়ে লিখিত বক্তব্যসহ (যদি থাকে) ১৩ জুলাই বিকেল ৩.৩০ মিনিটে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করতে হবে। উল্লেখ্য, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত মাহিবুল হোসেন মাহিম ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাই সাইকেল মার্কার মেয়র প্রার্থী। তিনি জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু’র আপন চাচাতো ভাই। গত ৮ জুলাই বিকালে আনোয়ার হোসেন মঞ্জু নিজ এলাকায় গেলে তখন সেখানে মাহিবুল হোসেন মাহিমসহ শতাধিক মোটর সাইকেল ও অর্ধশত মাইক্রোবাস নিয়ে বাই সাইকেলের পক্ষে এলাকায় বিশাল শোডাউন করে জাতীয় পার্টির (জেপি) নেতা কর্মীরা। এর পরদিন আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে জামাই ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনও বিশাল শোডাউন করে বাই সাইকেল মার্কার পক্ষে ভান্ডারিয়া পৌর শহরে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তা ব্যাপকভাবে সমালোচিত হয়। শ্বশুর-জামাইর নির্বাচন বিধি বহির্ভূত কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অভিযোগ আনেন ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী ফাইজুর রশিদ খসরু জমাদ্দার।
এ ঘটনার পরে জেপির প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিমকেকে স্বশরীরে উপস্থিত হয়ে আচরণ বিধি ভঙ্গের কারণ ব্যাখ্যা করার জন্য নোটিশ দেয় পিরোজপুর জেলা নির্বাচন অফিস। সে জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে ঢাকায় কৈফিয়ত তলব করে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓