পিরোজপুরে বিএনপি’র পথযাত্রায় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া,ইট পাটকেল নিক্ষেপ পথযাত্রা পন্ডহয়। এ সময় সময় টিভির ক্যামেরা র্পাসন ও ৭ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিএনপি জেলা স্টেডিয়ামের সামনে পথযাত্রার জন্য জড়ো হয়। সেখান থেকে হুলারহাট অভিমুখে যাত্রা করে ফায়ার সার্ভিস অফিসের সামনে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় বিএনপির নেতা কর্মীরা রাস্তায় বসে পড়ে সমাবেশ করতে থাকলে পুলিশ তাতে বাঁধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপির নেতা কর্মীদের বাক বিতন্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে। এ সময় বিএনপি কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে সময় টিভির ক্যামেরা পার্সন মাহমুদ হাসানসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।পরে আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এদিকে একই সময় শহরের বিলাশ চত্তরে শান্তি সমাবেশ করেছে পিরোজপুর জেলা আওয়ামী লীগ।